দীর্ঘ ২০ বছর পর জাবির বৃত্তির অর্থ বাড়ল চারগুণ

রোববার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) মো. জাহাঙ্গীর সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসিক ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গত ৪ ও ৫ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সিন্ডিকেট সভার পর থেকেই বর্ধিত অংশ কার্যকর হবে।
এর ফলে দীর্ঘ ২০ বছর পর বাড়ল বৃত্তির টাকার পরিমাণ। সর্বশেষ ১৯৯৮ সালে ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের সম্পূরক আর্থিক সাহায্য বিধির আওতায় প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং পরবর্তী বছরগুলোতে চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগের প্রথম অর্ধেক শিক্ষার্থীদের ( প্রথম ৫০%) এ বৃত্তি দেয়া হয়। শিক্ষার্থীরা দীর্ঘ দিন থেকে বৃত্তির টাকার পরিমাণ বাড়ানোর দাবি করে আসছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখা থেকে সম্পূরক বৃত্তি সম্পর্কিত বিভিন্ন সময়ে সিন্ডিকেটের কার্যবিবরণী থেকে জানা যায়, ছাত্রদের মাসিক বৃত্তি ১৯৮২ সালে ৭৫ টাকা থেকে উত্তীর্ণ করে ১০০ টাকা করা হয়। পরে ১৯৯৮ সাল থেকে মাসিক বৃত্তির হার বৃদ্ধি করে ১২৫ টাকা করা হয়। এ ছাড়া ১৯৮২ সালের আগে ছাত্রদের ৬৫ টাকা করে বৃত্তি প্রদান করা হত। ১৯৯৮ সালের পর শিক্ষার্থীদের মাসিক বৃত্তির পরিমাণ আর বাড়েনি।
বৃত্তি বাড়ানোর ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তারা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।