দি হারকিউলিসের নাম করে হত্যা আইনসম্মত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনও হত্যাই সরকার বা রাষ্ট্রের কাম্য নয়। হারকিউলিস নাম ব্যবহার করে যারা হত্যা করছে, আমি মনে করি তারা ভালো কাজ করছেন না। এ ধরনের যে দুয়েকটি ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করে রহস্য উদঘাটন করবো আমরা।’
শুক্রবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী। এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলে মুক্তিযোদ্ধাদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘ধর্ষণ জঘন্য অপরাধ। ধর্ষকেরা সমাজের শত্রু। তবে তাদের এই কায়দায় হত্যার নিন্দা জানাচ্ছি। হারকিউলিসের নাম করে যারা হত্যা করছে,তারা ভালো কাজ করছে না। এটা আইনসম্মত নয়।’
হারকিউলিস পরিচয়ে কারা হত্যা করছে? এ প্রশ্নের জবাবে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘যে ঘটনাগুলো ঘটেছে আমরা তা দেখছি। তা তদন্ত করে রহস্য খুঁজে বের করা হবে।’