দায়েশকে পরাজিত করা পর্যন্ত আমেরিকায় সিরিয়ায় থাকবে: পম্পেও
আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত না করা পর্যন্ত আমেরিকার সেনারা সিরিয়ায় থাকবে। পম্পেওর এ বক্তব্যের ভেতর দিয়ে আবারো মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের সঙ্গে কোনো কোনো কর্মকর্তার ভিন্নমতের বিষয়টি ফুটে উঠলো।
গতকাল (বুধবার) পম্পেও মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্সনিউজকে বলেন, “সিরিয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সতর্কমূলক ও হিসাবি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেখান থেকে আমাদের ২,০০০ সেনা প্রত্যাহার করে নিচ্ছি এবং এ নিয়ে কোনো ভুল করা যাবে না। সিরিয়ায় দায়েশ খেলাফতের পরাজয় প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। তবে যতক্ষণ পর্যন্ত তা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে থাকছি।”
গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এর বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পদত্যাগ করেন। এছাড়া, আমেরিকার ভেতরে ও বাইরে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে এক রকমের তোলপাড় সৃষ্টি হয়। ইহুদিবাদী ইসরাইল ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
সূ্এ: পার্সটুডে