জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

তুরস্ক থেকে মার্কিন সেনা ও কুটনৈতিক প্রত্যাহার

মার্কিন প্রশাসন দক্ষিন তুরস্ক থেকে তাদের কুটনৈতিক ও সেনা সদস্যদের নিরাপত্তার কারণে সরে যেতে নির্দেশ দিয়েছে। খবর আলজাজিরা।

এসোসিয়েট প্রেসের খবরে বলা হয়, মার্কিন নাগরিকদের তুরস্ক ভ্রমন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, ‘আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠির কাছে বিদেশি ও মার্কিন ভ্রমনকারীরাই এখন মূল লক্ষ্য। মার্কিন নাগরিকদের সব সময় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।’

মার্কিন সেনাবাহিনীর ইউরোপিয়ান কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই অঞ্চলে মার্কিন নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করার পরই মার্কিন প্রশাসন এমন নির্দেশনা জারি করল। বৃহস্পতিবার ও শুক্রবার ওয়াশিংটনে এরদোয়ান পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে যোগদান করবে।

ন্যাটো সদস্য তুরস্ক আইএস দমন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করছে। সাম্প্রতিক সময়ে কুর্দি যোদ্ধাদের বিষয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

তুরস্ক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখলেও কুর্দিদের সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন।

Facebook Comments Box