ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

তুরস্কে ১০০ জেনারেল গ্রেফতার

আরএফএন ডেক্স: শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে প্রায় ১০০ জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। সামরিক বাহিনীর অন্যান্য পদে থাকা আরো অনেককে গ্রেফতার করা হয়েছে। একসাথে এত শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হলে কোনো সামরিক বাহিনীর পক্ষেই স্বাভাবিকভাবেই আগের অবস্থায় থাকা সম্ভব নয়।

তবে তুর্কি কর্তৃপক্ষ মনে করছে না এতে সামরিক বাহিনীর শক্তিতে কোনো প্রভাব পড়বে। উল্লেখ্য, তুরস্ক সামরিক বাহিনীতে জেনারেলের সংখ্যা ৩২৮ জন।

প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম ক্যালিন মঙ্গলবার ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, সামরিক বাহিনীর এক তৃতীয়াংশ জেনারেলকে গ্রেফতার করা সত্ত্বেও বাহিনীটি দুর্বল হবে না। আইএস কিংবা পিকেকের বিরুদ্ধে তার সক্ষমতা অটুট থাকবে।

Facebook Comments Box