ইসনাইন (সোমবার), ০৪ নভেম্বর ২০২৪

তিস্তা চুক্তি নিয়ে আমরা আশাবাদী: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নয়াদিল্লি সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে। শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান চাই।

ভারত সফর সফল হয়েছে উল্লেখ করে বলেন, দেশটির সঙ্গে আমরা অতীতে নানা বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পেরেছি। অনেক বড় বড় সমাধান হয়েছে। আশা করি বাকিগুলোও সমাধান হবে। সেখানে খুব আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইনে সেফ জোন গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে ভারত। দেশটির সরকার এ বিষয়টি নিয়ে কাজ করবে বলে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা চাই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক।

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দিতে বুধবার নয়াদিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এর আগে সর্বশেষ যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠক ২০১৭ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box