খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

তাপমাত্রা আরো বাড়তে পারে

তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তবে কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়ার অফিস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

 আবহাওয়া অফিস জানায়, পাবনা, খুলনা, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, রংপুর ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে কোথাও কোথাও ভারীবর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬.৮ শতাংশ এবং সর্বনিম্ন রংপুরে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রী সেলসিয়াস।

Facebook Comments Box