ডিসেম্বরে নতুন ফ্ল্যাট পাচ্ছেন ৭৬ বিচারপতি
রাজধানীর কাকরাইলস্থ সার্কিট হাউজ রোডে বিচারপতিদের জন্য নির্মিত হচ্ছে ৭৬ ফ্ল্যাট বিশিষ্ট ২০ তলা ভবন। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরেই বরাদ্দকৃত আবাসন ভবনটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বুঝিয়ে দেয়া হবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, চলতি বছরের ডিসেম্বরেই ভবনটি বিচারপতিদের কাছে হস্তান্তর করা যাবে। আবাসিক ভবনটির নির্মাণ কাজ করছে পিডব্লিইডি। এর আগে গত বছরের ১৫ এপ্রিল এ ভবনের ৭৬ ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা না হলে নভেম্বরে ভবনটির ডামি নকশা সুপ্রিম কোর্টে জমা দেয় নির্মাণকারী প্রতিষ্ঠানটি। এসময় চলতি বছরের ডিসেম্বর নাগাদ ভবনটির কাজ সম্পন্ন হওয়ার কথা জনায় পিডব্লিইডি।
সরকারি অর্থে ৩০ তলা ভিত্তির ওপর ২০ তলা ভবন নির্মাণের প্রকল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।
উল্লেখ্য, ভবনটিতে ১৩৫০ বর্গফুট আয়তনের ৭৬টি ফ্ল্যাট থাকবে। নির্মাণকাজ শেষে ভবনটিতে সুপ্রিম কোর্টের ৭৬ জন বিচারপতি পরিবারসহ থাকতে পারবেন।