ডাকসু নির্বাচন ৩ মাস পেছানোর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
নিউজ ডেস্ক: ডাকসু নির্বাচন তিন মাস পেছানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে উপাচার্য কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। এতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবি জানানো হয়।
এ সময় অভিযোগ করে ছাত্রদল বলে, ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থান নেই। সহাবস্থান নিশ্চিত করে তিন মাস পর তফসিল ঘোষণার দাবি জানায় তারা।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।ঢাবি ছাত্রদলের সভাপতি মেহেদী তালুকদার বলেন, ‘তড়িঘড়ি করে নির্বাচন দেয়ার কোন মানে হয় না। এই নির্বাচন কোনভাবেই অংশগ্রহণমূলক হবে না। সেক্ষেত্রে আরো সময় নিয়ে তিন মাস পিছিয়ে দক্ষভাবে যাচাই বাছাই করলে আরো সুষ্ঠুভাবে নির্বাচন হবে।’