ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

গত ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত

রংপুরে সংবাদদাতা: পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অপর চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান। পীরগাছার অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম দুর্ঘটনা চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box