ট্রাম্পের সমালোচনায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা
মার্কিন নির্বাচনের রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার জেইদ রা‘দ আল-হুসেইন।
ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা‘দ আল-হুসেইন। তিনি ট্রাম্পের বিভিন্ন নীতির নিন্দা করেন এবং এসব নীতিকে গোঁড়ামিপূর্ণ বলে দাবি করেন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যে স্থানীয় সময় গতকাল শুক্রবার এক বক্তৃতায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার জেইদ রা‘দ আল-হুসেইন রিপাবলিকান প্রার্থীদের বিভিন্ন নীতির সমালোচনা করেন।
ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে নির্যাতনের প্রতি তাঁর সমর্থন এবং মুসলমানদের প্রতি বিতর্কিত নীতির সমালোচনা করেন জেইদ।
তিনি বলেন, গোঁড়ামি শক্তিশালী নেতৃত্বের কোনো প্রমাণ বহন করে না। একই সঙ্গে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে অপর মনোনয়প্রত্যাশী টেড ক্রুজেরও সমালোচনা করেন জেইদ। যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকায় নজরদারির টেড ক্রুজের পরিকল্পনার নিন্দা করেন তিনি।
জেইদ বলেন, কাউকে হেয় করে বক্তৃতা বা উত্তেজক কথা বলা বিনোদনের কোনো ভালো মাধ্যম নয়, আবার রাজনৈতিক লাভেরও কোনো সম্মানজনক পন্থা নয়।
জেইদ আরও বলেন, প্রেসিডেন্ট পদে মনোনয়নের পথে এগিয়ে থাকা এক প্রার্থী কয়েক মাস আগেই নির্যাতনের পক্ষে তাঁর মত দিয়েছেন।
তিনি বিবিসিকে জানিয়েছে, মনোনয়নের লড়াইয়ে বিভিন্ন বক্তৃতায় ট্রাম্প নির্যাতনকে সমর্থন করেছেন। তিনি দাবি করেন, নির্যাতন কাজ করে। বিতর্কিত ওয়াটারবোর্ডিয়ের চেয়েও খারাপ কোনো নির্যাতনের পদ্ধতি ফিরিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প। ওয়াটারবোডিংসহ কিছু বিতর্কিত নির্যাতন পদ্ধতি বাতিল করে ওবামা প্রশাসন।
বিশ্ব নেতৃত্বের সমালোচনার পাত্র হওয়া ট্রাম্পের জন্য নতুন নয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটা, পোপ ফ্রান্সিসসহ অনেক বিশ্বনেতাই ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন।