ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ট্রাকচাপায় নিশি (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিশি গোলাকান্দাইল এলাকার সেলিম মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসিম জানান, ভুলতার একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে অন্তঃসত্ত্বা নিশি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘাতক ট্রাকের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। ট্রাকটি খুঁজে পেলেই চালক ও হেলপারকে গ্রেফতার করা যাবে।

Facebook Comments Box