আহাদ (রবিবার), ১৫ সেপ্টেম্বর ২০২৪

ঝাড়খন্ডে মুসলিমদের হিন্দুত্ববাদে ফিরিয়ে আনা হবে : হিন্দু সংহতি

ভারতে হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ ‘ঘর ওয়াপসি’ বা ঘরে ফেরা কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তার ‘দেওগড় প্রজেক্টের’ অধীনে ঝাড়খন্ডে সব মুসলিমকে হিন্দুত্ববাদে ফিরিয়ে আনা হবে। তপন ঘোষ বলেন, এটা কীভাবে করবো সেটা নিয়ে এখনও আমরা একমত হতে পারিনি। তবে একটি বিষয়ে একমত যে আমরা দাওয়াত চালু করবো। মুসলমানরা যেমন ধর্মান্তরিত করার দাওয়াতের সাহায্য নেয় তেমন পদ্ধতি আমরাও ব্যবহার করবো। তারা কমিউনিটিতে ভোজের জন্য দাওয়াত দেয় এবং আমরাও এটা করবো। হিন্দু সংহতি গেলো ১৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় একটি র‌্যালিতে এক মুসলিম পরিবারের ১৪ জনকে আমন্ত্রণ জানায়। তারা বলছে, ওই ব্যক্তিদের ‘ঘর ওয়াপসি’ করা হয়েছে এবং পুরো পশ্চিমবঙ্গেই এমনটা করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box