জুমাদাল ঊলা শরীফ মাসের চাঁদ দেখা যায়নি: মাজলিসু রুইয়াতিল হিলাল

নিউজ ডেস্ক: ‘মাজলিসু রুইয়াতে হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের কোথাও গতকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ ২৯শে রবীউছ ছানী শরীফ দিবাগত সন্ধ্যায় পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।
উল্লেখ্য, ১৪৪১ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ২৯শে রবীউছ ছানী শরীফ দিবাগত সন্ধ্যায় (অর্থাৎ সূর্যাস্তের পর) ‘মাজলিসু রুইয়াতে হিলালের’ কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির মজলিস অনুষ্ঠিত হয়।
‘মাজলিসু রুইয়াতে হিলাল’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের মাজলিসু রু’ইয়াতে হিলাল উনার প্রতিনিধিগণ উনাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। কিন্তু দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।
তাই “মাজলিসু রুইয়াতে হিলাল” উনার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন- আজ পবিত্র মাহে রবীউছ ছানী শরীফ উনার ৩০ তারিখ পূর্ণ করে আগামীকাল রোববার ৩০ সাবি’ ১৩৮৭ শামসী (২৯ ডিসেম্বর ২০১৯ খৃঃ) থেকে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার ১লা তারিখ গণনা শুরু করতে হবে।