জীবন-জীবিকা ঘর থেকে বের হতে বাধ্য করছে
নিজস্ব প্রতিবেদক: জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বাহিরে বের হতে বাধ্য হচ্ছেন মানুষ। ঢাকার রাস্তায় গতকাল আরও মানুষের ভিড় বেড়েছে। ছুটি শুরুর পর থেকে এত মানুষকে রাস্তায় দেখা যায়নি। রাস্তায় গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি দেখা গেছে অনেক। লক্ষণীয় মাত্রায় বেড়েছে রিকশার সংখ্যাও।
রাস্তার মোড়ে মোড়ে পুলিশ প্রহরা থাকলেও মানুষজন নানা অজুহাত দেখিয়ে ঘরের বাইরে আসছেন। পুলিশের তরফ থেকে মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হলেও তাতে সাধারণ মানুষের খুব একটা সাড়া দিচ্ছে না। দিন যত যাচ্ছে মানুষ তত বেশি ঘরের বাইরে বেরিয়ে আসছেন।
গত কয়েক দিনের তুলনায় রবিবার রাস্তায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ঢাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ফিরে আসা। রাস্তায় ব্যক্তিগত গাড়ি ছাড়া যাদের দেখা গেছে তাদের প্রায় সকলেই নিম্নবিত্ত।
শান্তিনগর মোড়ে সাফায়েত নামে একজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জরুরী অনেক প্রয়োজনই আছে, যেগুলো মানুষকে নিরূপায় করে ঘর থেকে বের হতে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যদি সেখানেও বাধা দেয়, তাহলে সেটাতো অমানবিক।