জাল নোট তৈরির অভিযোগে রাজধানীতে গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ লাখ ৯০ হাজার জাল টাকা এবং জালনোট তৈরির অভিযোগে দুই জন বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১০। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিরা জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের খুজেঁ বের করার চেষ্টা চলছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।