সাবত (শনিবার), ২৫ মার্চ ২০২৩

চুড়িহাট্টা ট্রাজেডিতে পুড়েছে ৪৫ কোটি টাকার বাণিজ্যিক পণ্য

নিউজ ডেস্ক : পুরান ঢাকার চুড়িহাট্টার অগ্নিকা-ে শুধু ওয়াহেদ ভবনেই পুড়েছে কমপক্ষে ৪৫ কোটি টাকার বাণিজ্যিক মালামাল। শুধুমাত্র ৩টি পণ্যের বাজারদর বিবেচনা করেই পাওয়া গেছে এই তথ্য। এই তিন পণ্য হলো প্লাস্টিকের ইভা (ঊঠঅ) দানা, পিভিসি দানা এবং তরলীকৃত সিলিকন। অন্য পুড়ে যাওয়া পণ্য এবং বাণিজ্যিক ক্ষতি বিবেচনা না করলেও আর্থিক ক্ষতি প্রায় অর্ধশত কোটি টাকা।
চুড়িহাট্টা, ডাইলপট্টি, লালবাগ রোড এবং চাঁদনিঘাট রোড জুরে রয়েছে প্লাস্টিক পণ্য তৈরীর উপকরণ এর গুদাম। ইভা দানা এবং সিলিকন মূলত রবারের স্যান্ডেল এবং স্লিপার তৈরীতে ব্যবহৃত হয়। আর এই এলাকা জুড়ে এই পণ্যের কারখানার সংখ্যা প্রচুর। এ কারণে পুরো এলাকায় এ ধরণের প্রচুর গুদাম ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে। ওয়াহেদ ভবন এর ব্যতিক্রম ছিলো না। স্থানীয়দের সূত্রে এবং সরেজমিনে পরিদর্শন করে জানা যায়। ওয়াহেদ ভবনের ২টি ফ্লোরেই কমপক্ষে ১০ হাজার ব্যাগ ইভা দানা মজুদ ছিলো। প্রতি ব্যাগে থাকে ২৫ কেজি দানা। আর প্রতি ব্যাগ দানার বাণিজ্যিক মূল্য কমপক্ষে ৩ হাজার ৬০০ টাকা বিবেচনা করলে কমপক্ষে ৩ কোটি ৬০ লাখ টাকার ইভা পুড়েছে। বাজারে প্রচলিত প্রতি জারকিন সিলিকনের দাম কমপক্ষে ১৮ হাজার টাকা। স্থানীয়রা বলছেন ওয়াহেদ ভবনে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার জারকিন সিলিকন ছিলো। সে হিসেবে বাজারদর অনুযায়ী তরল সিলিকন পুড়েছে কমপক্ষে ১৮ কোটি টাকার। এই সিলিকনই অগ্নিকা-ের প্রধান জালানী হিসেবে কাজ করেছে। অত্যন্ত বিস্ফোরণমুখ এই দাহ্য পদার্থটির জারকিনের গায়ে নানান ধরণের সতর্কতামূলক নির্দেশনা থাকলেও পুরান ঢাকায় সাধারণত এগুলো মেনে চলা হয় না।
এই অগ্নীকান্ডে পুড়ে যাওয়া পণ্যের অপরটি হলো পিভিসি দানা। চুড়িহাট্টায় পুড়ে গেছে প্রায় ২০ হাজার ব্যাগ পিভিসি। প্রতি ব্যাগ বিভিসির বাণিজিক মূর্য প্রায় সাড়ে ১১ হাজার টাকা। সে হিসেবে পিভিসি পুড়েছে প্রায় ২৩ কোটি টাকার। সব মিলিয়ে শুধু ৩ পণ্যেই চুড়িহাট্ট ট্রাজেডিতে ক্ষতি হয়েছে কমপক্ষে ৪৫ কোটি টাকা। ভবনের ক্ষতি, বাণিজ্যিক ক্ষতি এবং আসবাবের ক্ষতি বিবেচনা করা হলে তা সহজেই শতকোটি টাকা ছাড়িয়ে যাবে। মানুষের প্রাণের চাইতে মুল্যবান কিছু নেই। মানুষের প্রাণের ক্ষতির কখনই মুল্যায়ন করা সম্ভব নয়। তবে আর্থিক ক্ষতিকেও এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই পরিমাণ আর্থিক ক্ষতি পুনরুদ্ধরও সহজ হবে না।

Facebook Comments Box