চুলের যত্নে ডিম-লেবু
নিউজ ডেস্ক: রুক্ষ চুল, আর মাথা ভর্তি খুশকি নিয়ে বিরক্ত হচ্ছেন? ঋতু চেঞ্জ হলে ত্বকেও পরিবর্তন আসে এটাই স্বাভাবিক। বিরক্ত হওয়ার কিচ্ছু নেই। প্রয়োজন একটু বাড়তি যত্ন। ঘরে থাকা ডিম আর লেবু দিয়ে সেরে ফেলতে পারবেন সেই বাড়তি যত্ন।
একটি লেবুর রসে কুসুম গরম নারিকেল তেল মিশিয়ে প্রথমে মাথার ত্বকে ভালো মতো ঘসে নিন। এরপর একটি ডিমের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই, আধ চা চামচ নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভালো করে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে চুলের রুক্ষতা দূর হবে এবং খুসকি দূর হবে।
অনেকে ডিমের গন্ধ ভীষণ অপছন্দ করেন। তারা ডিমের প্যাক লাগিয়ে চুল ধুয়ে ফেলার পর সুগন্ধী লেবুর রস মাথায় দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। এতে ডিমের গন্ধ চলে যাবে।