সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে নৌকা-আপেল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন ঘিরে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তি মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নৌকা ও আপেল প্রতীকের সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে একজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহীন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, নৌকার প্রার্থী আব্দুল ওদুদ ও আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের কর্মী-সমর্থকরা এ সংঘর্ষে জড়ান। আব্দুল ওদুদের কর্মীরা বাতেন খাঁ মোড় ও লিটনের কর্মী-সমর্থকরা শান্তি মোড়ে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলের বাইরে। তবে শুনেছি উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জে নৌকা-আপেল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Facebook Comments Box