জুমুআ (শুক্রবার), ০৭ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম সংবাদাদাতা: হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কাটিরহাটের সিটি শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন বলেন, হানিফ পরিবহনের একটি গাড়ি চট্টগ্রাম থেকে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box