খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

গ্যাসের বকেয়া রোধে দ্রুত প্রিপেইড মিটার চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের বকেয়া বিল রোধ করতে প্রিপেইড মিটার সংযোগ দ্রুততম সময়ে চালু করার ব্যাপারে সংসদীয় কমিটি থেকে জোর সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু জাহির, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, বেগম নার্গিস রহমান এবং নুরুজ্জামান বিশ্বাস অংশ নেন। এ সময় ১৫তম বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটি ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্যাসের বকেয়া বিলের তুলনামূলক চিত্র পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চলমান এবং পাইপ লাইনে থাকা প্রকল্পসমূহের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিস্তারিত আলোচনা হয় এবং অনুমোদিত চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্নকরণে সুপারিশ করা হয়।

Facebook Comments Box