খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

গার্মেন্টস কর্মীদের কেন্দ্রীয় তহবিলে ১শ’ কোটি টাকা

আর.এফ.এন নিউজ :
গার্মেন্টস খাতের শ্রমিকদের জন্য সরকার গঠিত কেন্দ্রীয় তহবিলে এখন পর্যন্ত ১শ’ কোটি টাকা জমা পড়েছে। এই অর্থ থেকে শ্রমিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মাসে এটি কার্যকর করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে গার্মেন্টস শ্রমিকদের কেন্দ্রীয় তহবিল পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে শিক্ষা ও চিকিৎসা ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
 শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এতে গার্মেন্টস মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র জানিয়েছে, এই অর্থ থেকে শ্রমিকদের বীমা প্রিমিয়ামের অর্থও ব্যয় করা হয়। এই তহবিল থেকেই বীমা প্রিমিয়াম বাবদ প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করা হয়েছে
Facebook Comments Box