গায়ের জোরে দেশ শাসন করেছে বিএনপি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান বলেন, সম্প্রতিককালে যারা গায়ের জোরে দেশ শাসন করেছেন। জনগণের হুকুম ছাড়া দেশ চালিয়েছেন। তারা কতটুকু দিয়ে গেছে ? আমরা সঠিক পথে আছি আমরা গণতন্ত্রের পথে আছি।
সোমরবার (৬ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভাপতিত্ব করেন প্রফেসর আবু ইউসুফ। সিভিল সার্ভিস ম্যানেজম্যান্ট সুশাসন এবং ইথিক্যাল সিভিল সার্ভিস, বাংলাদেশ বিষয়ে আলোচিত আলোচনা সভা আয়োজন করে।
মন্ত্রী বলেন, আমাদের যারা ঘোর বিরোধিতা করে। তারাও বলছে, গত ১০ বছরে বিশাল অনুরপম ঘটেছে। কেউ বলে পাজল। কেউ বলে সারপ্রাইজ। কেউ বলে মিরাকল। কেউ বলে প্যারাডাইস। ইকোনমিক্স এর বধিযগ্য আছেন। কেন বাংলাদেশকে প্যারাডাইস বলা হচ্ছে। তারা খুঁজে বের করবেন কেন বাংলাদেশ গত ১০ বছরে এই অবাক কান্ড করতে পারলো।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিভর্সিটি অব ঢাকা প্রফেসর তৈয়বুর রহমান, ইউনিভর্সিটি অব নটিংহ্যাম প্রফেসর জন হেরিক সাহলিং, ইউনিভর্সিটি অব নাটিংহ্যাম প্রফেসর ক্রিস্টান স্কালাস্টার, ইউনিভর্সিটি অব ঢাকা প্রফেসর কাজী মারফুল ইসলাম, ইউনিভর্সিটি অব রকসাইড ইউনি ভার্সিটি প্রফেসর কিমস্যাস মিকেলসেন প্রমুখ।