গাজীপুরে রিকশা গ্যারেজের কর্মচারী খুন

গাজীপুর সিটি করপোরেশনের টেক ভারালিয়া কলাবাগান এলাকায় রাসেল মিয়া (১৫) নামে এক রিকশা গ্যারেজের কর্মচারী খুন হয়েছে।
আজ (০২ এপ্রিল) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রাসেল লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পাঁচপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে। সে গাজীপুরের পশ্চিম বিলাসপুর এলাকায় ভাড়াবাসায় থেকে তার চাচা ইদ্রিস আলীর গ্যারেজে কাজ করতেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় রাসেল রোববার (০১ এপ্রিল) রাতে গ্যারেজে ঘুমাতে যায়। সকালে রিকশা আনতে গিয়ে গ্যারেজের দরজা খোলা দেখতে পান রিকশা চালকরা। এ সময় গ্যারেজের ভেতরে ঢুকে বিছানার উপর রাসেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে গ্যারেজের মালিক ও পুলিশকে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
















