গাছে পানি দিলেই ২০০০ টাকা জরিমানা!
ভারতের চণ্ডীগড়ে গাছে পানি দিলেই গুণতে হয় মোটা জরিমানা। এমনকি বাড়ির পানির সংযোগও কেটে দেওয়া হতে পারে। পানির অপচয় রোধ করতে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার স্থানীয় প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসিন্দাদের কাউকে যদি সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টার মধ্যে গাছে পানি দেওয়া বা গাড়ি ধোয়ার কাজ করতে দেখা যায়, তা হলে প্রথমে তার দু’হাজার টাকা জরিমানা হবে। একই অভিযোগের পুনরাবৃত্তি হলে অভিযুক্তের বাড়ির পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। চণ্ডীগড় পুরসভার এক কর্মকর্তা জানান, “১৫ এপ্রিল থেকে ৩০ জুন আমাদের কর্মীদের ১৮টি দল শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখবে জলের অপচয় হচ্ছে কি না। আশা করছি এই ভাবে আমরা দলের অপচয় বন্ধ করার পাশাপাশি মানুষকে সচেতনও করে তুলতে পারব।” সূত্র: আনন্দবাজার পত্রিকা