পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে ব্রাজিল ও মেক্সিকোর খেলা হয়। খেলা দেখতে রাজতলা গ্রামের বাসিন্দা মেক্সিকোর সমর্থক সাইদুর রহমানের ছেলে মানু মিয়া (২৫) ও পাশের নয়াগাও গ্রামের ব্রাজিল সমর্থক মতিউর রহমান (২৬) সিংহের বাজারে আসেন। খেলা শুরু হলে তারা দুইজন পাশাপাশি দাঁড়িয়ে একটি দোকানে টেলিভিশনের সামনে খেলা দেখছিলেন। এ সময় মানু মিয়ার পায়ের সঙ্গে মতিউর রহমানের পা লেগে যায়। এ নিয়ে দুই জনের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার সকাল নয়টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মানু মিয়ার বাবা সাইদুর রহমান খানসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত সাইদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।
নেত্রকোনার মদনে খেলা দেখা নিয়ে সংঘর্ষে সাইদুর রহমান খান (৫৮) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত সাইদুর রহমান খান মদন উপজেলার রাজতলা গ্রামের বাসিন্দা।