খালেদা জিয়ার রায়ের দিন মাঠে থাকবে বিএনপি-আ. লীগ
রায়ের দিন মাঠে থাকবে বিএনপি-আ. লীগ-আইনশৃঙ্খলা বাহিনী
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মহানগর বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর ভুবনমোহন পার্কসহ গুরুত্বপূর্ণস্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের সব নেতাদের বিরুদ্ধে থাকা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভা ও প্রতিবাদ সমাবেশ করা হবে। কর্মসূচি সফল করতে মঙ্গলবার মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
মিনু বলেন, ‘আন্দোলন ও নির্বাচন দু’টির জন্যই বিএনপি’র নেতাকর্মী প্রস্তুত। ৮ ফেব্রুয়ারি আমরা মাঠে থাকবো। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।’
এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘রায়কে ঘিরে যেকোনও ধরনের নাশকতার চেষ্টা চালানো হলে তা প্রতিহত করা হবে। মহানগর আওয়ামী লীগের নেতারা নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে অবস্থান নেবেন। আর ওই দিন প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবেন।’
তবে, রায়ের দিনে সর্তক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রায়ের দিন রাজশাহী নগরীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়নি। নাশকতার আশঙ্কায় নগরীতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যাতে করে কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে। আর পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে।’
এছাড়া নাশকতা এড়াতে রাজশাহীতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেবে আগামীকাল বৃহস্পতিবার। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৫ এ রায় ঘোষণা করার কথা রয়েছে।