কোটা আন্দোলনের নেতাকে তুলে নিয়ে গেছে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক শাকিলুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে তুলে নিয়ে গেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ‘পতাকা মিছিল’ শুরু করতে চাইলে তাকে তুলি নিয়ে যাওয়া হয়। সেখানে আন্দোলনের আরেক কর্মী রাজিব আহমেদকে চড়-থাপ্পড় দিয়েছে ছাত্রলীগ নেতারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাকিলুজ্জামানকে নিজেদের কাছে আটকে রেখেছে ছাত্রলীগ।
এদিকে বিপুল পরিমান ছাত্রলীগের নেতা-কর্মী লাইব্ররির সামনে অবস্থান নিতে দেখা যাচ্ছে।
ঘটনাস্থলে প্রক্টরিয়াল ও নিরাপত্তার শাখার কয়েকজনকে দেখা গেলেও শাকিলকে তারা উদ্ধার করেনি।
এ বিষয়ে প্রক্টর সিকদার জুলকারনাইন বলেন, কাউকে তুলে নওয়ার ঘটনা শুনিনি। এমনটা হলে আমরা ব্যবস্থা নেব।
Facebook Comments Box