কে হতে যাচ্ছে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি?
বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়ান্সের (এনডিএ) প্রার্থী এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দেশটির পার্লামেন্টের সদস্যরা নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি।
পার্লামেন্ট হাউসে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষিত হতে পারে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় নিজেদের প্রার্থীকে সহজেই উপরাষ্ট্রপতি পদে বসাতে পারবে এনডিএ জোট। ভারতের বিরোধীদলগুলো পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর গোপালকৃষ্ণ গান্ধীকে তাদের প্রার্থী করেছে।
পর পর দুই মেয়াদে দায়িত্বপালনকারী ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ ১০ অগাস্ট শেষ হবে।
গোপন ভোটে পার্লামেন্ট সদস্যরা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে বিশেষ ধরনের কলম ব্যবহার করবেন।
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজু জনতা দল ও জনতা দল (সংযুক্ত) এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন দিলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী গান্ধীকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নজির অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন দপ্তর।
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে গঠিত ইলোক্টরাল কলেজ উপরাষ্ট্রপতি নির্বাচিত করবে। দুটি কক্ষের মোট ভোট ৭৯০।
এর মধ্যে লোকসভার ৫৪৫ জন সদস্য, যাদের মধ্যে বিজেপি দলীয় সদস্য ২৮১ জন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সদস্য ৩৩৮ জন।
অপরদিকে ২৪৫ সদস্যের রাজ্যসভার মধ্যে বিজেপির সদস্য ৫৮ জন এবং কংগ্রেসের ৫৭ জন।
যে প্রাথী মোট বৈধ ভোটের ৫০ শতাংশ এবং আর একটি ভোট পাবেন তিনিই ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন।