কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়ায় গড়াই নদীর চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন লাল পতাকার এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
আজ ভোর পৌনে ৫টার দিকে ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত কুদ্দুস ওরফে সাগর রাজবাড়ী জেলার উড়াকান্দা গ্রামের মৃত তারক আলীর ছেলে।
কুষ্টিয়া র্যাব-১২’র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে কুমারখালীর গড়াই নদীর কয়ার চরে অবস্থান নিয়েছে বলে গোপন সংবাদ পায় র্যাব-১২। এরপর কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে র্যাব সদস্যরাও গুলি ছুড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সাগরকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র্যাবের কনস্টেবল রশিদুজ্জামান ও এএসআই তহুরুল আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৩ রাউন্ড গুলি করেছে র্যাব।