কুয়েতে শিক্ষকের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ
বিতর্কিত বক্তব্য দেয়ার জন্য কুয়েতের একজন প্রখ্যাত শিক্ষক ও নারী আন্দোলনকারী শেইখা আল-জাসেমের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশ পরিচালনার স্বার্থে কুয়েতের জাতীয় সংবিধানের অবস্থান কোরান এবং ইসলামী আইনের ওপরে থাকা উচিত। এই বক্তব্য রাখার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং তাকে সরকারি কৌঁসুলির দফতরে ডেকে পাঠানো হয়েছে।
তবে বিচারের জন্য তাকে কাঠগড়ায় তোলা হবে কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারি কৌঁসুলির। শেইখা আল-জাসেম কুয়েত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন অধ্যাপক। তাকে বরখাস্ত করার দাবিও উঠেছে।
সূত্র: বিবিসি