জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

কুমিল্লার দেবীদ্বারে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ছেচড়াপুকুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সুমন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ দাবি করছে, সুমন আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

নিহত সুমনের বাড়ি একই উপজেলার কুড়ুইন গ্রামে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ডাকাতদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে।

ওসি মিজানুর রহমান বলেন, ছেচড়াপুকুরিয়া এলাকায় দেবীদ্বার-চান্দিনা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। ওই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের তিনজন সদস্য আহত হন। তখন পুলিশ আত্মরক্ষার্থে শটগানের ১৯টি গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হন মো. সুমন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এ ঘটনায় নিহত সুমনের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, পুলিশের কর্তব্যে বাধা ও অস্ত্র উদ্ধার—এ দুটি বিষয়ে দুটি মামলা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box