খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে সুবিধা পাচ্ছেন না : বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কারাগারে ‘ডিভিশন’ পাওয়ার কথা থাকলেও তাকে সেই সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

অবিলম্বে খালেদাকে এসব সুবিধা দেওয়ার দাবি জানিয়ে দলটি বলেছে, অন্যথায় তার কিছু হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদসহ বিএনপির পাঁচজন আইনজীবী শনিবার নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আপনারা শুনে বিস্মিত হবেন, তাকে (খালেদা জিয়া) সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। পরিত্যক্ত যে কেন্দ্রীয় কারাগার ছিল যেটাতে এখন কেউ বাস করে না, যার ঘর-বাড়িগুলো পড়ে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সেই কারাগারে তাকে সম্পূর্ণ একা একজন প্রিজনার হিসেবে রাখা হয়েছে।

“তাকে কোনো ডিভিশন এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে তাকে ডিভিশন দিয়ে তার প্রাপ্য যে মর্যাদা ও সকল সুযোগ সুবিধা দেবার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

ফখরুল বলেন, জেল কোড অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক বিরোধী দলের নেতা সঙ্গে সঙ্গে ‘ডিভিশন’ পাবেন।

“এটার জন্য কোনো অনুমতির দরকার নেই, আদালতের দরকার নেই। জেল কোডে বলা আছে তিনি ডিভিশন পাবেন। অথচ বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়নি। অবিলম্বে ডিভিশন দিন। অন্যথায় সরকারকে দায়ী থাকতে হবে জেল কোড ভঙ্গ করার জন্য।”

Facebook Comments Box