জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন

রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট।

রোববার রাত ৮টার দিকে হাসিনা মার্কেটের কয়েকটি দোকানে হঠাৎ করে আগুন লাগে। এরপর আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। মার্কেটটিতে ছোট-বড় প্রায় পাঁচশ’ দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে হঠাৎ করেই হাসিনা মার্কেটের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে যায়।

তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে খবর আসে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়।

রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওসি এনায়েত হোসেন।

Facebook Comments Box