কামাল হোসেন চিকিৎসা শেষে দেশে ফিরেলেন
নিজস্ব প্রতিবেদক:নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ড. কামাল হোসেন গত ১৯ জানুয়ারি সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ২৯ জানুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে তিনি ঢাকায় পৌঁছান।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী গণমাধ্যমকে এবিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ড. কামাল হোসেন গত ১৯ জানুয়ারি সিঙ্গাপুর যান। সেখানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ তোলা জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। যদিও নির্বাচনের ফলাফল বাতিল করে ‘নির্দলীয় সরকারের অধীনে’ নতুন নির্বাচন দেওয়ার দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় নাগরিক সংলাপ করবে ঐক্যফ্রন্ট।