ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

কানাডার আলবের্তার আগুনে হুমকির মুখে প্রতিবেশী প্রদেশ (ভিডিও)

কানাডার আলবের্তার তেল সমৃদ্ধ নগরী ফোর্ট ম্যাকমারের দাবানল ছড়িয়ে পড়তে পারে তার প্রতিবেশী প্রদেশ সাসকাচওয়ানে। শুষ্ক আবহাওয়া, তাপদাহ এবং বাতাসের কারণে দাবানলকে নিয়ন্ত্রণে আনার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। ফোর্ট ম্যাকমারের ৮০ হাজার মানুষকে এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে। আরো কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে দেশটির প্রশাসন।
আলবের্তা প্রিমিয়ার রিচেল নাটলে জানান, ‘ফোর্ট ম্যাকমারের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অতিরিক্ত তাপমাত্রা পাশাপাশি সেখানে প্রতি ঘণ্টায় ২৫ মাইল বেগে বাতার বয়ে যাচ্ছে। আমাকে জানানো হয়েছে আজকে এই অবস্থা অপরিবর্তিত থাকলে দাবানল আরো বেড়ে যাবে।’
এরই মধ্যে প্রায় ১৫০০ বর্গ কিলোমিটার এলাকা ভস্ম করে দিয়েছে এই দাবানল, যা প্রায় লন্ডনের সমান বলে জানিয়েছে বিবিসি। রবিবার ও সোমবার সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। এই সময়ে মধ্যে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে যাবে বলে জানান রিচেল নাটলে। বিবিসি।

 

Facebook Comments Box