খামিছ (বৃহস্পতিবার), ০৮ জুন ২০২৩

কক্সবাজারের রামুতে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের রামুতে আব্দুর শুকুর (২৮) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আজ (০৩ মার্চ) সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুক্কুর ওই এলাকার ওবায়দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ছুরি, কুড়াল ও লোহার রড় দিয়ে শুকুরের মাথায়, পিঠে, মুখের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আরেফা অভিযোগ করেন, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার মৃত নাছিরে ছেলে কলিম উল্লাহ (২৮), মৃত আলী আহমদের ছেলে এবাদুল্লাহ (২৪), আলীর ছেলে নুরুল্লাহ (৩২) ও নুরুল ইসলামের ছেলে ফজর আলীসহ (২১) অজ্ঞাতনামা কয়েকজন তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল আলম বলেন, শুকুর দেড় বছর পূর্বে ওই এলাকার ফরিদুল আলম নামে এক যুবককে কুপিয়ে দুটি পা কেটে দিয়েছিলেন।

Facebook Comments Box