সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

ওজনে কম দেওয়ায় ব্যবসায়ীর জরিমানা

গোপালগঞ্জ সংবাদদাতা : ওজনে কম দেওয়ায় জরিমানা গুনতে হলো গোপালগঞ্জের চার ব্যবসায়ীকে।

পবিত্র রমজান উপলক্ষে খাদ্যে ভেজাল বন্ধে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের মাছ বাজারে অভিযানকালে ওজনে কম দেওয়ায় চার ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, অভিযানকালে ওজনে কারচুপি ও ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে চার ব্যবসায়ীকে বিভিন্ন অংকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box