আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

এ সপ্তাহে আসছে ৬ জিবি র‌্যামের ফোন

এন্ড্রোয়েড

এ সপ্তাহে বাজারে আসছে ৬ জিবি র‌্যামের স্মার্টফোন। ফোনটি বাজারে আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভার্নি। ফোনটির মডেল ভার্নি অ্যাপেল্লো। ফোনটি নিয়ে ইতোমধ্যে শোরগোল শুরু হয়েছে।

ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির কিউএইচডি ফোর্স টাচ স্ক্রিন ডিসপ্লে। এর আগে অ্যাপল তাদের আইফোনে ফোর্স টাচ স্ক্রিন প্রযুক্তি সংযোজন করে।

ফোনটিতে মিডিয়াটেকের নতুন প্রসেসর হেলিও এক্স ২০ (এমটি৬৭৯৭) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

অ্যানড্রয়েড অর্থোরিটির মতে, ভার্নি অ্যাপেল্লো ফোনটির বিল্টইন মেমোরি ১২৮ জিবি। এতে ২১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় সনির আইএমএক্স২৩০ সেন্সর সংযোজন করা হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল। এতে ইউএসবি সিপোর্ট থাকছে।

স্পোর্টস মেটাল ডিজাইনের এই ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং  সিস্টেম চালিত। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ফোনটির দরকাম সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box