এ সংকটময় পরিস্থিতে ত্রান বিতরনে অনুকরণীয় দৃষ্টান্ত লক্ষ্মীপুর জেলায় এরাদ মিয়ার বাড়ী
চলমান পরিস্থিতিতে সাধারন মানুষরা যখন নিতান্ত দুর্দশার মধ্যে পতিত তখন দেশের বিভিন্ন স্থান থেকে এসকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অনেক মহৎ হৃদয়ের মানুষেরা। এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে।
তেমনি একক দৃষ্টান্ত স্থাপন করলেন, লক্ষীপুর জেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের, এরাদ মিয়ার বাড়ী দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে, যারা খাবার বা ত্রান পাচ্ছে না তাদের মধ্যে ২০০ পরিবারকে ১৫ দিনের খাবার উপহার হিসেবে বিতরন করা হচ্ছে। লক্ষীপুরের প্রাচীন ও এ ঐতিহ্যবাহি এই এরাদ মিয়া বাড়ি পরিবারের সবাই একত্রিত হয়ে এই উপহারের ব্যবস্থা করেছেন। সমাজের বিত্তবান এবং সমথবান পরিবার সমূহকে এই সামাজিক সংকটকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এরাদ মিয়ার বাড়ি সামাজিক কাজগুলোর সাথে সব সময় জড়িত এবং অন্যদের উৎসাহিত করে আসছে।