এখনো চূড়ান্ত হয়নি ওবায়দুল কাদেরের দিল্লি সফর

আর.এফ.এন নিউজ :
এখনো চূড়ান্ত হয়নি ওবায়দুল কাদেরের দিল্লি সফর
দিল্লি সূত্র বলছে, ওবায়দুল কাদেরের ভারত সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি দু’দেশের রাজনৈতিক দল পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সফর। এটি হবে শিগগির, তবে এখনই দিনক্ষণ বলা যাচ্ছে না। নির্বাচনের বছরে সফরটি হলেও এর সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের বিশেষ সম্পর্ক বা তাৎপর্য নেই। ওই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ জোটের অনেকের সঙ্গেই আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাক্ষাৎ-বৈঠক হবে। দিল্লি সূত্র এ-ও বলছে, আওয়ামী লীগ প্রতিনিধি দলের সফরটি একান্তই দলীয় সফর, এর সঙ্গে সরকারের কিছু নেই। আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেসের গভীর বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে এক কূটনীতিক বলেন, এটি খারাপ কিছু নয়। ২০১৩ সালে বেগম খালেদা জিয়া প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। ভারত সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য ভারত উন্মুক্ত। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। দিল্লির নীতিতে জনগণের পর্যায়ে সম্পর্কই প্রাধান্য পায়, বিশেষ কোনো রাজনৈতিক দল নয়। তাই এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক রয়েছে ভারতের।