জুমুআ (শুক্রবার), ০১ ডিসেম্বর ২০২৩

এক কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১০

জাল টাকা তৈরির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) । রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কোটি টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে পুরান ঢাকার লালবাগ ও ডেমরা এলাকায় পৃথক অভিযানে অস্ত্র, বিস্ফোরকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে লালবাগ থেকে জয়নাল আবেদীন (২৯) ও ফারজানা আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়। ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. রাজীব (২৫) নামে আরও এক যুবককে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে একটি একনলা শুটার গান ও নয়টি ককটেলসহ জয়নাল আবেদীন ও ফারজানা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। সকাল সাড়ে সাতটায় ডেমরা বাজার এলাকায় আরেকটি অভিযানে মো. রাজীবকে গ্রেপ্তার করা হয়। রাজীবের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box