জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

একদিনের সফরে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

 ‘ইসলামি পবিত্রতা রক্ষায়’ ইন্দোনেশীয় শহরে ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ

নিউজ ডেস্ক:একদিনের সফরে রাতে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।

একদিনের এ সফরে সোমবার (০৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়াও রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকা সফরকালে আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা সংকটের বিষয়টি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box