আহাদ (রবিবার), ১৫ সেপ্টেম্বর ২০২৪

উপজাতি সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত

উপজাতি সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক : রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর বলছে, রোববার রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুখুম নামক এলাকায় সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি নিয়ামিত টহল দলের ওপর সস্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

ফলশ্রুতিতে, সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে ওই স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তাব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।

Facebook Comments Box