সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

ই—কর্মাস: সাফল্যই সহজ, ব্যর্থতা কঠিন

নিজস্ব প্রতিবেদক: ই—কমার্সের পালে হাওয়া লাগায় অনেক তরুণ উদ্যোক্তা আজ পরিণত হয়েছেন সফল ব্যবসায়ীতে। আবার এ প্রযুক্তি ভাবনাকে কাজে লাগিয়ে ‘জায়ান্ট’ বনে গেছে অনেক প্রতিষ্ঠান।

অবশ্য ই—কমার্স ভিত্তিক উদ্যোক্তাদের সবাই যে সফল হচ্ছেন, তা বলা যাবে না। ব্যবসার নানা পর্যায়ে অনেকেই খাচ্ছেন হেঁাচট; ব্যর্থ হচ্ছে তাদের উদ্যোগ। এর পেছনে রয়েছে নানা কারণ। এ প্রতিবেদনে তুলে ধরা হলো ই—কমার্স উদ্যোক্তাদের সফলতা ও ব্যর্থতার নানা দিক।

ই—কমার্স প্লাটফর্মে ব্যবসা স¤প্রসারণ ও সফল হতে কিছু বিষয়ের ওপর নজর দেয়ার কথা বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম।

তিনি বলেন, ই—কমার্সের তিনটি বিষয়ে আপনি নজর দিলে খুব সহজেই সফল হতে পারবেন। এর মধ্যে রয়েছে পণ্যের মান, সিকিউর পেমেন্ট সিস্টেম ও পণ্য ডেলিভারি ব্যবস্থাপনা।

তার মতে, ই—কমার্সে ব্যবসা করার আগে এর সীমাবদ্ধতাগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আর ধৈর্য ধরে সততার সঙ্গে কাজ করতে হবে। তবেই সাফল্য ধরা দেবে হাতের মুঠোয়।

Facebook Comments Box