আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

ইয়েমেন আল-কায়েদার কাছে মার্কিন অস্ত্র দিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:ইয়েমেনে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও সালাফি গোষ্ঠীকে অস্ত্র যোগান দিচ্ছে সৌদি আরব। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন গতকাল (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন বলেছে, সৌদি আরব এবং ইয়েমেন যুদ্ধে তার প্রধান সহযোগী সংযুক্ত আরব আমিরাত আল-কায়েদা সন্ত্রাসীদের হাত করার জন্য মার্কিন অস্ত্রকে মুদ্রা হিসেবে ব্যবহার করছে। এতে করে সৌদির পক্ষে অস্ত্রধারী সন্ত্রাসীদের শক্তি বাড়ছে। স্থানীয় কমান্ডারদের বরাত দিয়ে সিএনএন এ রিপোর্ট করেছে।

সিএনএন’র রিপোর্টে আরো বলা হয়েছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গেরিলারাও আমেরিকার বেশ কিছু অস্ত্র দখল করতে সক্ষম হয়েছে এবং এগুলোর স্পর্শকাতর তথ্য তেহরানের কাছে পাঠিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম সফরে সৌদি আরব সফরে গিয়েছিলেন। সে সময় তিনি সৌদি সরকারের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করেন। কিন্তু সৌদি আরব সেই চুক্তির শর্ত লঙ্ঘন করছে। সিএনএন আরো বলছে, সৌদি রাজপরিবারের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প।

সূএ: পার্সটুডে

Facebook Comments Box