ইরান সফরে বাংলাদেশের শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, তারা ইরানের সঙ্গে বিজ্ঞান-গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চান। আজ (মঙ্গলবার) তেহরানে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
দিপু মনি বলেন, গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও ব্যাপক উন্নতি করেছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে। শিক্ষা ও বিজ্ঞান ক্ষেত্রে সহযোগিতায় কোনো নিষেধাজ্ঞাই বাধা সৃষ্টি করতে পারবে না বলে তিনি জানান।
এ সময় ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। বাংলাদেশের সঙ্গেও ইরান সহযোগিতা বাড়াতে চায়।
শিক্ষামন্ত্রী বর্তমানে ইরান সফর করছেন। আগামী ২ মে তিনি দেশে ফিরবেন বলে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে।
জানুয়ারি মাসে মন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটি তাঁর চতুর্থবার বিদেশ সফর। এর আগে ১১ থেকে ১৮ এপ্রিল তিনি আমেরিকা সফর করেন।