ইরান বিরোধী বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি: কাসেমি
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়েছে। আমেরিকা সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করেছে বলে তিনি জানান।
বাহরাম কাসেমি আরও বলেছেন, ওয়ারশ বৈঠকের ওপর পূর্ণ নজর রেখেছে ইরান এবং কূটনৈতিক অঙ্গনে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।গত ১১ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইরান বিরোধী ওই বৈঠকের ঘোষণা দেন।
কয়েকটি ইউরোপীয় দেশে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সফর প্রসঙ্গে বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা এসপিভি চালুর ক্ষেত্রে ইউরোপ যে বিলম্ব করছে সেটার ক্ষতিপূরণ তারা কীভাবে করবে তা ইরান দেখতে চায় বলে জানান বাহরাম কাসেমি।
সূএ: পার্সটুডে