খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। সকল ইরানি কূটনৈতিকদের রিয়াদ ছাড়ারও নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি প্রভাবশালী এক শিয়া নেতার শিরশ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে রোববার এই ঘোষণা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের।

শনিবার সৌদি সরকার শিয়া নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের শিরশ্ছেদ করার ঘোষণা দেয়ার পরপরই ইরানের সঙ্গে তাদের সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে থাকে। শনিবার রাতে তেহরানের সৌদি দূতাবোসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। শিয়া নেতার মৃত্যুদণ্ডের  প্রতিবাদে রোববার ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে রিয়াদ।

রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের জানিয়েছেন, ইরানি কূটনৈতিকদের সৌদি আরব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি তেহরান থেকে সৌদি কূটনৈতিকদের দেশে ফেরত আসারও নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box