ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

ইরাকে মসজিদে বোমা হামলায় নিহত ৯

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

শুক্রবার বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-রাদবানিয়া জেলার শিয়া মসজিদটিতে জুমার নামাজের পর এ হামলা চালানো হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জুমার নামাজের ঠিক পরপরই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী।

 তৎক্ষণাৎ এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে, বেশ ক’দিন ধরে বাগদাদের শিয়া অধ্যুষিত উত্তর ও পশ্চিমের এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীরা।
Facebook Comments Box